Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভা সমূহ

৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট সভার কার্যবিবরণী :

 

সভাপতি : জনাব এম এ হান্নান

চেয়ারম্যান, দক্ষিণ রনিখাই ইউ/ুপ

উপজেলা: কোম্পানীগঞ্জ, সিলেট।

 

সভার স্থান : দক্ষিণ রনিখাই ইউনিয়নের আস্থায়ি কার্যালয়

তারিখ : ৩০/০৫/২০১৩ ইং সময়: দুপুর ১২:০০ ঘটিকা।

 

সভার উপস্থিত সদস্য-সদস্যা ও জনসাধারণবৃন্দ। পরিশিষ্ট ‘‘ক’’ দৃষ্টব্য।

 

সভার আলোচ্যসূচী:

 

০১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।

০২। অত্র ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবৎসরের খসড়া বাজেট এবং পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনার স্কিম গ্রহণ সম্বন্ধে আলোচনা।

০৩। বিবিধ।

অদ্য ৩০/০৬/২০১৩ ইং দুপুর ১২:০০ ঘটিকার সময়দক্ষিণ দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট সভা অত্র ইউনিয়ন পরিষদের সভাকÿÿ অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ হান্নান উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভার নিমণলিখিত প্রসত্মাব সমূহ গৃহীত হয়।

সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকলকে স্বাগত জানাইয়া অদ্যকার উন্মুক্ত বাজেট সভার কাজ শুরম্ন করেন। তিনি সভাকে অবহিত করেন যে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ইউনিয়ন পরিষদকে অধিকতর কার্যকর প্রতিষ্ঠানে রূপামত্মরের লÿÿ্য বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং বার্ষিক বাজেট প্রণয়নের বিধান রাখা হইয়াছে। তাহারই আলোকে অত্র ইউনিয়ন পরিষদের খসড়া বাজেট, পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বার্ষিক পরিকল্পনা প্রস্ত্তত করা হইয়াছে। তাই ২০১৩-১৪ অর্থবৎসরের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের নিমিত্ত্বে উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত সকলকে আলোচনায় অংশ গ্রহণ করত: মূল্যবান পরামর্শ, মতামত প্রদানের জন্য তিনি সভায় আহবান জানান।

১ম প্রসত্মাব :

সভার প্রারম্ভে বিগত সভার কার্যবিবরণী পড়িয়া শুনানোর পর তাহা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

২য় প্রসত্মাব :

অদ্যকার সভায় অত্র ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবৎসরের জন্য প্রস্ত্ততকৃত খসড়া বাজেট সভাপতির মাধ্যমে ইউ/পি সচিব উপস্থাপন করেন। তিনি উন্মুক্ত সভায় উপস্থিত ইউ/পি সদস্য-সদস্যা, শিÿক, সমাজকর্মী, পেশাজীবি ও গণ্যমান্য মুরম্নবিবয়ান সহ সর্বসাধারণকে অবহিত করেন যে, সংশিস্নষ্ট নীতিমালার আলোকে ইউনিয়নের উন্মুক্ত ওয়ার্ড সভা সমূহ হইতে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে খসড়া বাজেট ও পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার এবং বার্ষিক পরিকল্পনা প্রস্ত্তত করা হইয়াছে। তিনি বাজেটের আয় ও ব্যয় সম্বন্ধে বিসত্মারিত অবহিত করেন এবং এলজিএসপির নীতিমালার আলোকে বিশদভাবে ব্যাখ্যা প্রদান পূর্বক গত ২০১১-১২ অর্থবৎসরে এলজিএসপির আওতায় প্রাপ্ত টাকা দ্বারা বাসত্মবায়িত প্রকল্প সমূহের বিসত্মারিত বিবরণী অবহিত করেন।

বিগত বৎসর অত্র ইউনিয়নের বিভিন্ন প্রকার ট্যাক্স, রেট, ফিস এবং সরকারী মঞ্জুরী সহ বিভিন্নখাতে মোট ৩৪,৫৮,৯০৯/১২ টাকা আয় নিরূপন করিয়া এবং প্রতিষ্ঠান খরচ, প্রকল্প বাসত্মবায়ন ও অফিস খরচসহ বিভিন্নখাতে মোট ৩৩,২২,৭৭৫/= টাকা ব্যয় ধার্য্য করিয়া চলিত ২০১২-১৩ অর্থবৎসরের বাজেট প্রণয়ন করা হইয়াছিল। চলিত বৎসরে এই পর্যমত্ম কোন ইউনিয়ন ট্যাক্স আদায় হয় নাই। গত বৎসরে এলজিএসপির আওতায় মোট ১৫,৯১,৮৮৮/- টাকা পাওয়া গিয়াছে। উক্ত টাকা দ্বারা ১০টি প্রকল্প সুষ্ঠুভাবে বাসত্মবায়ন করা হইয়াছে। চলিত ২০১২-১৩ অর্থ বৎসরে এলজিএসপির আওতায় ১ম: কিসিত্মতে ৩,০১,০০০/- টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে এবং ২য়: কিসিত্মতে ৮,৮০,২২৪/- টাকা বরাদ্দ পাওয়ার সম্ভাবনা আছে। উক্ত টাকা দ্বারা নীতিমালা মোতাবেক প্রকল্প গ্রহণ ও বাসত্মবায়ন করা হইবে। পূর্ণাঙ্গ হিসাব মতে চলিত অর্থ বৎসরে এলজিএসপি সহ অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাত হইতে মোট ৩,৮৮,৮৫০/- টাকা আয় হইয়াছে এবং উহার মধ্যে এলজিএপি ব্যতীত অন্য টাকা যথাযথ খাতে ব্যয় করা হইয়াছে। ইউনিয়ন ট্যাক্স নিয়মিত আদায় না হওয়ায় চলিত বৎসর পর্যমত্ম মোট ১৩,২১,৫৬৮/- টাকা ইউনিয়ন ট্যাক্স বকেয়া রহিয়াছে। উহা আগামী বৎসরের বাজেটের আয় খাতে বকেয়া পাওনা হিসাবে ধার্য্য করা হইয়াছে।

 

 

অত্র ইউনিয়ন পরিষদের আগামী ২০১৩-১৪ অর্থ বৎসরের বাজেটে আয়ের উৎস হিসাবে নিমেণাক্ত খাত সমূহের উপর কর, রেট, ফিস ইত্যাদি ধার্য্য করার প্রসত্মাব গৃহীত হইয়াছে।

০১। ঘরবাড়ী ও দালান কোঠার বার্ষিক মূল্যের উপর কর।

০২। ঘরবাড়ী ও দালান কোঠার বার্ষিক মূল্যের বকেয়া কর।

০৩। পেশা, ব্যবসা ও জীবিকা বৃত্তির উপর কর।

০৪। যানবাহন অর্থাৎ সকল শ্রেণীর নৌকা, রিক্সা, বাইসাইকেল ও ঠেলাগাড়ীর রেজিষ্ট্রেশন ফিস।

০৫। বহিরাগত পশুর উপর (ঘাসানী) কর।

০৬। ইউপি কর্তৃক মঞ্জুরীকৃত লাইসেন্স ও পারমিটের উপর ফিস।

০৭। হাট বাজার, ফেরীঘাট ও খোয়াড় ইজারা এবং অন্যান্য মুনাফা বাবদ আয়।

০৮। জনকল্যাণ সহায়ক কার্যের জন্য সেবামূলক দান/চাঁদা।

০৯। জন্মনিবন্ধন ফিস।

১০। সরকারী বরাদ্দ মঞ্জুরী : (১) ইউপি উন্নয়ন সহায়তা তহবিল ও এলজিএসপি বাবদ বরাদ্দ মঞ্জুরী (০২) ভাতা ও বেতন বাবদ মঞ্জুরী (০৩) খয়রাতী ও গৃহনির্মাণ মঞ্জুরী হিসাবে প্রাপ্তব্য আয়।

 

আগামী ২০১৩-১৪ অর্থ বৎসরের বাজেটে ব্যয় খাতে: ০১। সংস্থাপন বা প্রতিষ্ঠান খরচ (ক) চেয়ারম্যান ভাতা (খ) সদস্য-সদস্যা ভাতা (গ) সেক্রেটারী বেতন, উৎসব ভাতা সহ (ঘ) গ্রাম পুলিশ বেতন উৎসব ভাতা সহ ০২। ট্যাক্স আদায় খরচ ০৩। এসেসার বেতন বাবদ বরাদ্দ ০৪। কৃষি উন্নয়ন খাতে বরাদ্দ ০৫। রাসত্মা ও যোগাযোগ খাতে বরাদ্দ ০৬। শিÿা, সংস্কৃতি ও ক্রীড়া খাতে বরাদ্দ ০৭। জনস্বাস্থ্য ও পয়:প্রণালী: স্যানিটেশন ও নলকুপ সামগ্রী সরবরাহ/স্থাপন বাবদ ০৮। সেচ ও বাঁধ নির্মাণ এবং মেরামত বাবদ বরাদ্দ ০৯। বৃÿ রোপন ও পরিবেশ সংরÿণ বাবদ বরাদ্দ ১০। অফিস কন্টিনজেন্সী বা ষ্টেশনারী দ্রব্য সামগ্রী ক্রয় বাবদ ১১। ইউপি অফিসের আসবাবপত্র মেরামত ও নতুন আসবাবপত্র তৈরী বা ক্রয় বাবদ ১২। গ্রাম পুলিশের সাজ সরঞ্জাম বাবদ। ১৩। বিবিধ: (ক) অডিট খরচ (খ) ইউপি সভার ও সম্মানীত অতিথি আপ্যায়ন বাবদ (গ) গরীব দুস্থ ও দুর্যোগগ্রসত্মদের সাহায্যার্থে ত্রাণ সহায়তা বাবদ (ঘ) ভ্রমণ ভাতা বাবদ (চেয়ারম্যান, মেম্বার, কর্মচারী) (ঙ) হাট বাজার ও ফেরীঘাটের ইজারা মূল্যের উপর সরকারী হিস্যা জমা প্রদান বাবদ (চ) ব্যাংক হিসাবে খরচ (ছ) সরকারী খয়রাতী বিতরণ (জ) বিদ্যুৎ খরচ (ঝ) জন্ম নিবন্ধন ও (ঞ) অন্যান্য খাতে প্রয়োজনীয় ব্যয় ধার্য্য করা হইয়াছে।

 

          উলেস্নখ্য যে, ইউপি চেয়ারম্যান ও সদস্য সদস্যাদের ইউপি অংশের সম্মানী ভাতা বকেয়া থাকায় প্রত্যাশিত আয় সাপেÿÿ তাহা পরিশোধের জন্য বাজেটে সংশিস্নষ্ট খাতে আবশ্যকীয় ব্যয় ধার্য্য করা হইয়াছে। সংশিস্নষ্ট নীতিমালার আলোকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা সমূহ আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধামত্ম মোতাবেক ওয়ার্ড ভিত্তিক প্রাপ্ত পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার স্কিম ও বাজেট চাহিদা সংশিস্নষ্ট কমিটি কর্তৃক যথাযথভাবে যাচাই পূর্বক ইউনিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা ও চলিত বৎসরের আর্থিক বরাদ্দের ভিত্তিতে বার্ষিক পরিকল্পনর গ্রহণ এবং খসড়া বাজেট প্রস্ত্তত করা হয়। উক্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বার্ষিক পরিকল্পনা এবং খসড়া বাজেট সংশিস্নষ্ট স্থায়ী কমিটি ও পরিকল্পনা কমিটির সুপারিশসহ ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হয়। ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উহার উপর আলোচনা পূর্বক যাচাই বাছাই করত: গৃহীত ইউনিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বার্ষিক পরিকল্পনা এবং বাজেটের উপর আলোচনার জন্য ইউনিয়ন উন্নুক্ত বাজেট সভায় উপস্থাপন করা হয়।

উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত সদস্য-সদস্যা, শিÿক, সমাজকর্মী, পেশাজীবি ও গণ্যমান্য মুরম্নবিবয়ানসহ সর্বসাধারণ পঞ্চবার্ষিক পরিকল্পনার ও বার্ষিক পরিকল্পনার স্কিম সমূহ এবং প্রস্ত্ততকৃত খসড়া বাজেট বাসত্মবমুখী ও যুগপোযোগী এবং সংশিস্নষ্ট নীতিমালার আলোকে প্রণয়ন করা হইয়াছে বিধায় উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। তাহা সদয় অনুমোদনের জন্য সংশিস্নষ্ট ইউনিয়ন পরিষদে দাখিল পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ করা হইল।

 

অত:পর আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানাইয়া অদ্যকার সভার সমাপ্তি ঘোষণা করিলেন।